দায়িত্ব নেওয়ার পর প্রথম রাজ্য সফরের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিনের এই সফরে দুর্গাপুর ও আসানসোল এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেবেন তিনি।
জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে চাঙ্গা করতে দ্রুত মাঠে নামছেন বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন। তাঁর প্রথম রাজ্য সফরের গন্তব্য হিসেবে নির্বাচনী রাজনীতি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গকে বেছে নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ২৭ জানুয়ারি বিকেলে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে তিনি দুর্গাপুর যাবেন এবং সেখানে ‘কমল মেলা’ অনুষ্ঠানে অংশ নেবেন। ওই দিন রাতেই দুর্গাপুরে রাজ্য কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তাঁর। পরদিন, ২৮ জানুয়ারি সকালে মন্দির দর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে বর্ধমান বিভাগীয় কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন বিজেপি সভাপতি। দুপুরের পর আসানসোল সাংগঠনিক জেলায় গিয়ে রানিগঞ্জে জেলা স্তরের কার্যকর্তা বৈঠকে অংশ নেবেন তিনি।
বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও সক্রিয় করা, কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং রাজনৈতিক কৌশল নির্ধারণই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
- Log in to post comments