ইরান ও ভেনেজুয়েলায় অস্থিরতা: প্রবাসী ভারতীয়দের জন্য সতর্কতা জারি কেন্দ্রের

ইরান ও ভেনেজুয়েলায় অস্থিরতা: প্রবাসী ভারতীয়দের জন্য সতর্কতা জারি কেন্দ্রের

পশ্চিম এশিয়ার ইরান এবং দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ক্রমেই উদ্বেগ বাড়ছে। দুই দেশেই সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষিতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল ভারত সরকার।

ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন হামলা এবং ইরানে চলমান গণআন্দোলনের জেরে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় ভারতও ইরান ও ভেনেজুয়েলায় থাকা ভারতীয়দের উদ্দেশ্যে অ্যাডভাইজারি প্রকাশ করেছে।

২০২৫ সালের ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভের সূত্রপাত হয় তেহরানের গ্র্যান্ড বাজারে। দোকানদারদের ধর্মঘট থেকে শুরু হওয়া এই আন্দোলনের পেছনে ছিল ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন, ৪০ থেকে ৫০ শতাংশে পৌঁছনো মুদ্রাস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। পরিস্থিতি দ্রুত অর্থনৈতিক দাবির গণ্ডি পেরিয়ে রাজনৈতিক প্রতিবাদে রূপ নেয়। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, ইতিমধ্যেই ইরানের অন্তত ২২টি প্রদেশে এই আন্দোলনের প্রভাব পড়েছে এবং এখন পর্যন্ত ২০ থেকে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিদেশ মন্ত্রকের পুরনো হিসাব অনুযায়ী, একসময় ইরানে ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল প্রায় ৪ হাজারের কিছু বেশি। তবে ২০২৫ সালের সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ইরানে প্রায় ১০,৭০০-এর বেশি ভারতীয় বাস করছেন। এদের মধ্যে ব্যবসায়ী, শিক্ষাবিদ ও পেশাজীবীর সংখ্যা উল্লেখযোগ্য, যাঁদের বেশিরভাগ তেহরান ও জাহেদান এলাকায় অবস্থান করছেন।

এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বিক্ষোভপ্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং স্থানীয় ভারতীয় দূতাবাসে নিজেদের তথ্য নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আপডেট নজরে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভেনেজুয়েলায় ভারতীয় নাগরিকের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। সরকারি তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ৫০ জন অনাবাসী ভারতীয় এবং ৩০ জন পিআইও মিলিয়ে মোট প্রায় ৮০ জন ভারতীয় বসবাস করেন। এদের অধিকাংশই রাজধানী কারাকাসে থাকেন এবং ব্যবসা বা তেল-গ্যাস শিল্পের সঙ্গে যুক্ত।

ভেনেজুয়েলার ক্ষেত্রেও বিদেশ মন্ত্রক সতর্কবার্তা জারি করেছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে বারণ করা হয়েছে এবং চলাফেরার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। পাশাপাশি কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Category