দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান তোলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগের তির মূলত বামপন্থী ছাত্র সংগঠন SFI-এর দিকে। শুধু মোদী-শাহ নন, শিল্পপতি আদানিকেও লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়েছে বলে দাবি।
সূত্রের খবর, উমর খালিদ সংক্রান্ত সাম্প্রতিক আদালতের রায়ের পরই এই জমায়েত ও স্লোগানিং হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত দিল্লি পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
এ বিষয়ে JNUSU নেত্রী অদিতি মিশ্রের দাবি, এটি কোনও রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি ছিল না। তাঁর বক্তব্য অনুযায়ী, ৫ জানুয়ারি ২০২০-এ JNU-তে হওয়া হিংসার স্মরণে এই সমাবেশ আয়োজন করা হয়েছিল এবং স্লোগানগুলি ছিল ফ্যাসিবাদবিরোধী। একইসঙ্গে SFI নেত্রী গোপিকা বলেন, এই স্লোগান কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং একটি আদর্শগত অবস্থানের বিরুদ্ধে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতারা। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখেন, রাষ্ট্র যখন উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখনই JNU-তে এই ধরনের স্লোগান উঠে আসছে। তাঁর দাবি, যারা আগে নকশাল ও দাঙ্গাকারীদের সমর্থন করত, তারাই এখন অস্বস্তিতে রয়েছে।
উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী দয়াশঙ্কর সিংও স্লোগানিংয়ের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের করদাতাদের অর্থে পড়াশোনা করেও কিছু পড়ুয়ার মানসিকতা বিদেশি ধাঁচের। তাঁর মতে, সমাজকে এই ধরনের প্রবণতা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ জানুয়ারি মুখোশধারী একদল দুষ্কৃতী JNU ক্যাম্পাসে ঢুকে ছাত্র ও শিক্ষকদের উপর হামলা চালিয়েছিল। ঘটনার এত বছর পরেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার না করায় এখনও ক্ষোভ রয়েছে পড়ুয়াদের একাংশের মধ্যে। সেই ঘটনার স্মৃতিচারণের মধ্যেই এবার বিতর্কিত ‘কবর খুঁড়বে’ জাতীয় স্লোগান ওঠে বলে অভিযোগ, যা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।
- Log in to post comments