আমেরিকার মেরিল্যান্ডে এক ভারতীয় তরুণীর হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রেমিকার উপর ছুরি হামলা চালিয়ে খুনের পর অভিযুক্ত যুবক দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসে। পরে তামিলনাড়ু থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত তরুণীর নাম নিকিতা গোডিসালা (২৮)। তিনি মেরিল্যান্ডের হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটি এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিকিতার দেহ উদ্ধার হয় তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার ফ্ল্যাট থেকে।
ঘটনার পর অর্জুন নিজেই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন যে নিকিতা নিখোঁজ। তিনি দাবি করেন, নতুন বছরের প্রথম রাতে শেষবার নিকিতার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজ ডায়েরি গ্রহণ করে তদন্ত শুরু করে।
তবে অভিযোগ দায়েরের ঠিক পরদিনই অর্জুন আমেরিকা ছেড়ে ভারতে ফিরে আসেন। তাঁর এই আচরণে পুলিশের সন্দেহ আরও গভীর হয়। তদন্তে নেমে অর্জুনের ফ্ল্যাট থেকেই নিকিতার দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা থেকে স্পষ্ট যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাওয়ার্ড কাউন্টি পুলিশ অর্জুন শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির খুনের মামলা দায়ের করে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যদিও হত্যার সঠিক উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
পরবর্তীতে আমেরিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে, অভিযুক্ত ভারতে আত্মগোপন করেছে। সেই তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তামিলনাড়ু থেকে অর্জুনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁর প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিহত তরুণীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে সমন্বয় বজায় রাখা হচ্ছে।
- Log in to post comments