রাজ্যে চলমান SIR (Special Intensive Revision) শুনানি ঘিরে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে এবং পরিকল্পিতভাবে মহিলাদের টার্গেট করা হচ্ছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম কোনও যথাযথ কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব মহিলারা বিয়ের পর পদবি পরিবর্তন করেছেন বা ঠিকানা বদলেছেন, তাঁদের নাম ব্যাপকভাবে বাদ পড়েছে বলে অভিযোগ। শুধু মহিলাই নন, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদেরও শুনানিতে ডেকে এনে হেনস্থা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
মমতার অভিযোগ, বহু মানুষ এখনও জানেনই না যে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। সাধারণ মানুষের কাছে কোনও স্পষ্ট তথ্য না পৌঁছে শুধু রাজনৈতিক দলের দপ্তরে তালিকা থাকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর মতে, এত বড় ড্রাফ্ট তালিকায় নিজের নাম খুঁজে পাওয়া সাধারণ মানুষের পক্ষে কার্যত অসম্ভব।
তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে “লজিক্যাল ডিসক্রেপেন্সি”-র অজুহাতে আরও বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার ছক কষা হচ্ছে। এর মাধ্যমে মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়েও মুখ্যমন্ত্রী আপত্তি জানান এবং বলেন, অন্য রাজ্যে যে ধরনের ব্যবস্থা নেই, তা এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে।
শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, প্রশাসনকে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। তিনি জানান, এই বিষয়ে রাজ্য সরকার লড়াই চালিয়ে যাবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে।
- Log in to post comments