৩ ডিগ্রিতে কাঁপছে দার্জিলিং, টাইগার হিলের রাস্তায় বরফের চাদর-উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে হাড়কাঁপানো শীত

৩ ডিগ্রিতে কাঁপছে দার্জিলিং, টাইগার হিলের রাস্তায় বরফের চাদর-উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে হাড়কাঁপানো শীত

পাহাড়ে শীতের দাপট এখন চরমে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াসে। ভোরের দিকে শিশির জমে বরফের আস্তরণ পড়েছে টাইগার হিলের রাস্তায়। হঠাৎ এই পারদপতনে পাহাড়জুড়ে জাঁকিয়ে বসেছে শীত। শহর এলাকাতেও তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় ৪ থেকে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

টাইগার হিলে বরফ জমার দৃশ্য দেখে সকাল থেকেই উচ্ছ্বসিত পর্যটকেরা। যদিও সিকিমে তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হলেও, দার্জিলিংয়ে আপাতত তুষারপাতের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিন থেকে বছরের শেষ পর্যন্ত সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য ও সমতল এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। পাহাড়ের কিছু অংশে পারদ হিমাঙ্কের নীচেও নামতে পারে বলে আশঙ্কা।

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার প্রভাব স্পষ্ট। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও ডুয়ার্স অঞ্চলেও সারাদিন কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার ও কোচবিহারেও চারিদিক ঢেকে রয়েছে কুয়াশায়।

আগামী দিনেও পরিস্থিতির বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই। বেলা বাড়লেও রোদের দেখা মিলবে না বলেই পূর্বাভাস। ভোরের দিকে দৃশ্যমানতা কমে কোথাও কোথাও ৫০ থেকে ২০০ মিটারে নেমে আসতে পারে।

দক্ষিণবঙ্গেও শীতের প্রভাব ক্রমেই বাড়ছে। বড়দিনের ভোরে একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। শ্রীনিকেতন, সিউড়ি, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল-সহ বিভিন্ন জায়গায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে।

কলকাতাতেও বড়দিনের সকালে শীতের কামড় স্পষ্ট। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১৪ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে কম। কনকনে উত্তুরে হাওয়ার সঙ্গে শীতের আমেজে মোড়া মহানগর।

Category