IPL খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে জল্পনা তুঙ্গে। ৯ কোটিরও বেশি টাকায় তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের কারণে শেষ পর্যন্ত আইপিএলে নামা হলো না তাঁর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে নানা প্রশ্ন উঠছে এত বড় মঞ্চে খেলার সুযোগ হারিয়ে মানসিকভাবে কতটা প্রভাবিত মুস্তাফিজুর?
এই প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর সতীর্থ তথা রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুরের হয়েই খেলছেন মুস্তাফিজুর। সোহানের মতে, এমন পরিস্থিতিতে কিছুটা হতাশা থাকাই স্বাভাবিক।
রংপুর অধিনায়ক বলেন, মুস্তাফিজুর তাঁর প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ফলে মনে কষ্ট থাকতেই পারে। তবে সেই চাপ বা হতাশা তিনি মাঠে কখনও প্রকাশ করেননি। বরং পারফরম্যান্সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন।
এর প্রমাণ মিলেছে সিলেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে। সেই ম্যাচে মুস্তাফিজুরের দুর্দান্ত বোলিং দলকে জয়ের পথে নিয়ে যায়। সতীর্থের প্রশংসায় সোহান বলেন,
“মুস্তাফিজ আমাদের কাছে একজন বিশ্বমানের বোলার। বহু বছর ধরে নিজেকে প্রমাণ করে এসেছে। তাঁর উপর দলের পূর্ণ আস্থা রয়েছে। সাম্প্রতিক ঘটনার কারণে হয়তো মনখারাপ আছে, কিন্তু মাঠে তিনি খুবই স্বচ্ছন্দ। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তিনি সবসময় বড় মঞ্চে নিজের সেরাটা দিতে চান এটাই স্বাভাবিক।”
ম্যাচ জয়ের পর মুস্তাফিজুর নিজেও সোশ্যাল মিডিয়ায় অনুভূতি ভাগ করে নেন। তিনি লেখেন, “দলের প্রয়োজনে অবদান রাখতে পেরে ভালো লাগছে। দারুণ অনুভূতি।”
এদিকে আইপিএলে মুস্তাফিজুরকে খেলতে না দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রতিবাদস্বরূপ বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে খবর। এর আগেও একই কারণে ভারতে আয়োজিত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি উঠেছিল। এবার আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে বিষয়টি আরও রাজনৈতিক ও কূটনৈতিক মাত্রা পেয়েছে।
- Log in to post comments